স্টাফ রিপোর্টার: অপহরণ, গুম, খুন ও দুর্নীতি আড়াল করতেই ক্ষমতাসীনরা জাতীয় সম্প্রচার নীতিমালা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাসাস ঢাকা মহানগর উত্তর আয়োজিত ‘গণতন্ত্র ও স্বাধীনতা বিরোধী সম্প্রচার নীতিমালা প্রণয়নের বিরুদ্ধে’ মানববন্ধনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ক্ষমতাসীনরা দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতেই জাতীয় সম্প্রচার নীতিমালা করেছে।
রফিকুল ইসলাম বলেন, সাংবাদিকদের বিভক্তির ফলে সরকার এই নীতিমালা করতে সাহস পেয়েছে। সাংবাদিকদের মধ্যে বিভক্তি না থাকলে ক্ষমতাসীনরা এই নীতিমালা প্রণয়ন করতে সাহস পেতেন না।
তিনি বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালায় বলা হয়েছে র্যাব-পুলিশসহ বিভিন্ন বাহিনী অপকর্ম করলেও তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা যাবে না।
আয়োজক সংগঠনের আহ্বায়ক ডা. মো. আরিফুর রহমান মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ মালেক, মনির খান প্রমূখ।
খবর বিভাগঃ
রাজনীতি

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়