Tuesday, August 12

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় গ্রেফতারকৃত ১৬ জনকে অব্যাহতি


নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় ৫৪ ধারায় গ্রেফতারকৃত ২১ জনের মধ্যে ১৬ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে, বাকী ৫ জনকে ৫৪ ধারা থেকে সাত খুনের ঘটনায় দায়েরকৃত দু’টি মামলায় সম্পৃক্ত করা হয়েছে। তারা হলেন, হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দী দেওয়া র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, এম এম রানা ও আরিফ হোসেন, মামলার প্রধান আসামী নূর হোসেনের বডিগার্ড মতুর্জা জামাল ওরফে চার্চিল ও অরিফুজ্জামান আরিফ। বাকী ১৬ জনকে ৫৪ ধারা মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আদালাতের একটি সূত্র জানায়, সাত খুনের পর বিভিন্ন সময় ৫৪ ধারায় গ্রেফতারকৃত ১৬ জনের বিরুদ্ধে কোন সংশ্লিষ্টতা না থাকায় তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন, জুবায়ের, মশিউর, কামাল মোড়ল, র‌্যাবের কমান্ডার মাসুদ রানা (তার গ্রেফতারের বিষয়টি গোপন ছিল), টিপু ভুইয়া, মোমেনা আক্তার, লিটন ওরফে মেহেদী, মফিজুল হক মফিজ, সৌরভ, কাইয়্যূম, নজরুল, কাজল, আশরাফুল,জামাল, ফৌরদোস ওরফে স¤্রাট ও মিন্টু মিয়া । উল্লেখ্য, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের লিংক রোড থেকে নাসিক প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়ির আইনজীবি চন্দন সরকারসহ সাত জনকে অপহরণের পর হত্যা করে লাশ নদীতে ডুবিয়ে দেওয়া হয়। এ ঘটনায় পর্যায়ক্রমে দু’টি মামলায় দায়ের হয়। এ ঘটনায় র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ বিভিন্ন জনকে ৫৪ ধারায় মোট ২১ জনকে গ্রেফতরা করা হয়। এদের মধ্যে র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাকে সাত খুনের ঘটনায় শ্যেন অ্যারেস্ট দেখানো হয়। এ বিষয়ে সাত খুন মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ ডিবির ওসি মামুনুর রশীদ মন্ডল জানান, সাত খুনের ঘটনায় দায়েরকৃত মামলায় কেউ অব্যাহতি পায়নি। তবে ৫৪ ধারায় আদালত ১৬ জনকে অব্যাহতি দিয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়