Monday, August 11

আগামীকাল লক্ষ্মীপুর পাসপোর্ট অফিস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী -


স্টাফ রিপোর্টার : ১২ আগস্ট মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুর পাসপোর্ট অফিস উদ্বোধন করবেন। বাংলাদেশ বহির্গমন ও পাসপোর্ট অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পাসপোর্ট আবেদনকারীর ভোগান্তি লাঘবে সরকার ৬৪ জেলায় পাসপোর্ট অফিস তৈরি করে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেয়। মঙ্গলবার লক্ষ্মীপুরের অফিসটি চালুর মাধ্যমে পাসপোর্ট অফিস আরও একধাপ এগোবে। এর আগে, বাংলাদেশ বহির্গমন ও পাসপোর্ট অধিদফতরের উদ্যোগে দেশের ৩৪টি জেলায় ৩৭টি অফিস চালু করা হয়েছে। বাকি ৩০ জেলায়ও পাসপোর্ট অফিস তৈরির জন্য জায়গা বরাদ্দ নেয়ার কাজ সম্পন্ন হয়েছে। এবছরের মধ্যেই অফিসগুলো কার্যক্রম চালু করবে বলে জানান অতিরিক্ত মহাপরিচালক।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়