Wednesday, August 13

কানাইঘাটে এইচএসসি ও আলিম পরীক্ষার সন্তোষজনক ফলাফল । এ প্লাস পেয়েছে ১৫ জন


নিজস্ব প্রতিবেদক:২০১৪ সালের উচ্চ মাধ্যমিক এইচএসসি ও সমমানের পরীক্ষায় কানাইঘাটের ৬টি কলেজ ও মাদ্রাসা বোর্ড থেকে অংশগ্রহণ করে ৫টি মাদ্রাসা সন্তোষজনক ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। সার্বিক ফলাফলে অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ১২জন এবং সিলেট শিক্ষা বোর্ড থেকে ৪জন পরীক্ষার্থী উপজেলা পর্যায় এ’প্লাস পেয়েছেন। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে প্রকাশিত এইচএসসির ফলাফলে কানাইঘাট ডিগ্রী কলেজ থেকে ৪১৫জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ৩টি এ’প্লাসসহ মোট ৩৯৬জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। অন্যান্য কলেজ গুলোর মধ্যে চরিপাড়া স্কুল এন্ড কলেজ থেকে ২২জন পরীক্ষার্থীর মধ্যে ২২জনই উত্তীর্ণ হয়ে শতভাগ পাশ করেছেন। গাছবাড়ী আইডিয়াল কলেজ থেকে ১৭০জনের মধ্যে ১২৮জন, কানাইঘাট মহিলা কলেজ থেকে ৪৭জনের মধ্যে ৩৪জন, মালিক নাহার মেমোরিয়েল স্কুল এন্ড কলেজ থেকে ১২৮জনের মধ্যে ১টি এ’প্লাসসহ ১০৪জন এবং সিকদার ফাউন্ডেশন কলেজ থেকে ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ জন বিভিন্ন গ্রেডে কৃতকার্য হয়েছেন। অপর দিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীায় অংশ গ্রহন করে সড়কের বাজার আহমদিয়া আলিম মাদ্রাসায় ৩১ জনের মধ্যে ১টি এ’প্লাসসহ ৩১জনই উর্ত্তীণ হয়ে শতভাগ সফলতার গৌরব অর্জন করেছে। মনসুরিয়া কামিল মাদ্রাসায় ৬৪ জনের মধ্যে ১টি এ’প্লাসসহ ৬০জন, গাছবাড়ি কামিল মাদ্রাসার ৬৪ জনের মধ্যের ৭টি এ’প্লাসসহ ৬৩ জন, ঝিংগাবাড়ি কামিল মাদ্রাসায় ৮৬ জনের মধ্যে ১টি এ’প্লাসসহ ৮৪ জন ও চরিপাড়া রহিমিয়া আলিম মাদ্রাসায় ১৪ জনের মধ্যে ২টি এ’প্লাসসহ ১৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। কলেজ পর্যায়ে মোট ৮৩০জনের মধ্যে ৭২৬জন পরীক্ষার্থী পাশ করেছেন। পাশের হার ৮৭% । অপর দিকে মাদ্রাসা পর্যায়ে মোট ২৫৯ জনের মধ্যে ২৫১জন পরীক্ষার্থী পাশ করেছেন। পাশের হার ৯৬% ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়