নিজস্ব প্রতিবেদক:
১৫ই আগষ্ট বঙ্গবন্ধুর ৩৯তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও পৌর মেয়র লুৎফর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ন আহবায়ক সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলামের পরিচালনায় উপজেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির এক প্রস্তুুতি সভা আজ বুধবার বিকাল ৫টায় পৌর কার্যালয়ে অনুষ্টিত হয়। সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক রফিক আহমদ, অধ্যাপক লোকমান হোসেন, ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী প্রমুখ। সভায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঐদিন সকাল ৭টায় দলের অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত, সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বাদ আছর কানাইঘাট বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল ও সন্ধ্যা ৬টায় পৌর কার্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়