Sunday, August 10

ইরানে বিমান দুর্ঘটনায় ৪০ জন নিহত


কানিউজ ডেস্ক : ইরানের রাজধানী তেহরানের একটি বিমানবন্দরের নিকেট বিমান দুর্ঘটনায় কমপক্ষে ৪০ যাত্রীর প্রাণহানি ঘটেছে। আজ সকালে এ দুর্ঘটনা ঘটে বলে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে। খবর বিবিসির তেহরানের পশ্চিমে অবস্থিত মেহরাবাদ বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত হয়। দেশটির পূর্বাঞ্চলীয় শহর টাবাসে বিমানটি যাচ্ছিল বলে প্রতিবেদনে জানানো হয়েছে। রাষ্ট্রীয় টিভির প্রতিবেদনে জানানো হয়, বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় দ্য ইরান-১৪১ বিমানটি বিধ্বস্ত হয়। মূলত একটি আবাসিক কমপ্লেক্সে এটি বিধ্বস্ত হয়। বিমানটিতে ৪০ জন যাত্রী ছিল। এদের সবার প্রাণহানি ঘটেছে। দ্য ইরান-১৪১ একটি ছোটোখাটো যাত্রীবাহী বিমান। এটি ইউক্রেনের প্রযুক্তি দিয়ে ইরানেই নির্মিত।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়