Wednesday, August 13

সাগর-রুনির হত্যা: প্রতিবেদন ১৮ সেপ্টেম্বর


স্টাফ রিপোর্টার: সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ১৮ সেপ্টেম্বর জমা দেবার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের সহকারী পুলিশ সুপার ওয়ারেছ আলী কোনো প্রতিবেদন জমা না দেওয়ায় সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মো. তারেক মাইনুল ইসলাম ভুঁইয়া নতুন এ তারিখ নির্ধারণ করেন। সাগর-রুনি হত্যাকাণ্ডের পর গত ৩০ মাসেও মামলার কোনো অগ্রগতি হয়নি। এ নিয়ে ৩০ মাসে ২৬ বার মামলার প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন এ সাংবাদিক দম্পতি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়