নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ৯টি ইউপির আহবায়কদের নিয়ে এক যৌথ সভা আজ মঙ্গলবার বিকাল ৫টায় কানাইঘাট ডাকবাংলায় অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক সাবেক সাংসদ আব্দুল কাহির চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র সদস্য এখলাছুর রহমান ও অধ্যাপক ফরিদ আহমদের যৌথ পরিচালনায় সভায় উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সিনিয়র সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, এম এ লতিফ, মামুনুর রশিদ,শমসের আলম, ইউপি চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী, মখলিছুর রহমান, শাহজাহান সেলিম বুলবুল, আব্দুল খালিক মোস্তফা, হাজী হোসেইন আহমদ, ফখর উদ্দিন মেম্বার, ডাঃ ইয়াকুব, ফখর উদ্দিন চৌধুরী, শরীফ উদ্দিন চৌধুরী প্রমুখ। যৌথ সভায় সর্বসম্মতিক্রমে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে উপজেলা বিএনপির ৯টি ইউনিয়নে সম্মলনের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি বিএনপির কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম হাতে নেয়া হয়। সভায় একদলীয় বাকশাল কায়েমের লক্ষ্যে বাকস্বাধীনতা হরণ করার উদ্দেশ্যে ঘোষিত জাতীয় সম্প্রচার নীতিমালা অবিলম্বে বাতিল এবং সমাজকল্যাণমন্ত্রীর সৈয়দ মহসিন আলী কর্তৃক সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা জানিয়ে তার পদত্যাগ দাবী করেন বিএনপি নেতৃবৃন্দ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়