জমিয়তে উলামা বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাও. ক্বারী হারুনুর রশীদ চতুলী বলেছেন, বাতিলরা যতই ষড়যন্ত্র করুক না কেন সকল বাধার প্রাচীর ডিঙ্গিয়ে জমিয়তে উলামার অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, যুগে যুগে অনেক ফেরাউন হামান ইয়াহুদী এবং নাসারাদের আবির্ভাব হয়েছে, কিন্তু হক্বের আওয়াজের সামনে সকলই ধুলিস্যাৎ হয়েছে। ক্বারী হারুনুর রশিদ চতুলী আজ শনিবার বিকাল ৫টায় কানাইঘাট ডাক বাংলা মাঠে জমিয়তে উলামার সহযোগী সংগঠন জমিয়তে তালাবার কানাইঘাট উপজেলা শাখার ঈদ পুনঃর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মাওলানা এনামুল হাসানের সভাপতিত্বে ও মাও.সা’দ উল্লাহর সঞ্চালনায় ঈদ পুনঃর্মিলনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তে উলামার প্রচার সম্পাদক মাও. আবুল হুসাইন চতুলী। বক্তব্য রাখেন মাও.দেলওয়ার হুসাইন, মাও.আব্দুল্লাহ শাকির ধনপুরী, মাও.আব্দুশ শাকুর, মাও.বদরুল ইসলাম, মাও.ইসলাম উদ্দিন, মাও.শরিফ উদ্দিন, মাও.হা.নজীর আহমদ, হা.মাও.নজরুল ইসলাম, মাও.রশীদ আহমদ, মাও.আব্দুল কাহির, মৌ.আরিফ রব্বানী, মৌ.হা.এহসানে এলাহী, মৌ.বদরুদ্দীন, মৌ.হারিছ উদ্দিন, মৌ.বদরুল ইসলাম আল ফারুক, হা.তারিকুর রাহমান, মৌ.আসআদ, হা.রেজওয়ানুল করীম, হা.নু’মান প্রমুখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়