কানিউজ ডেস্ক: নতুন ছয়টি সরকারি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম আসন্ন শিক্ষাবর্ষ থেকে শুরু হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাবর্তন দিবস আগামী ১০ জানুয়ারি থেকে এই কলেজগুলোতে ক্লাস শুরু হবে।
রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুমোদিত এই কলেজগুলো হচ্ছে সিরাজগঞ্জের শহীদ ক্যাপ্টেন মনসুর আলী মেডিকেল কলেজ, মানিকগঞ্জ, জামালপুর, পটুয়াখালী, টাঙ্গাইল ও রাঙ্গামাটি সরকারি মেডিকেল কলেজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে এই কলেজগুলোর কার্যক্রম শুরুর অনুমোদন দিয়েছেন।
অপরদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে নিয়োগ দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নারায়ণ চন্দ্র দাশকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে ন্যাস্ত করা হয়েছে।
খবর বিভাগঃ
স্বাস্থ্য

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়