Saturday, August 2

গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধের দাবীতে কানাইঘাটে জমিয়তে উলামায়ে ইসলামের বিক্ষোভ মিছিল

 নিজস্ব প্রতিবেদক:
ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজায় অব্যাহত ভাবে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধের দাবীতে জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে কানাইঘাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৩টায় কানাইঘাট বাজারে মিছিল পরবর্তী পূর্ব বাজারে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওঃ জয়নুল আবেদীন। উপজেলা জমিয়ত নেতা মাওঃ হুসেইন আহমদের সভাপতিত্বে ও ছাত্র জমিয়তের সেক্রেটারী ফয়েজ উদ্দিনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-উপজেলা জমিয়তের সেক্রেটারী মাওঃ এবাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওঃ হেলাল আহমদ, জমিয়ত নেতা মাওঃ আমির হোসেন, যুব জমিয়ত নেতা মাওঃ নজরুল ইসলাম, মাওঃ খালিদ আহমদ,মুফতি এহসান উল্লাহ, মাওঃ আব্দুর রাজ্জাক, ছাত্র জমিয়ত নেতা খলিলুর রহমান, মাওঃ মুহি উদ্দিন, মাসুদ আজহার, আলতাফ হোসেন, আব্দুল্লাহ আল মাসরুর, উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারী শহিদুর রহমান প্রমুখ। সভায় বক্তারা ইসরাইলী পণ্য বর্জন করার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানান। সেই সাথে ফিলিস্তিনে নিরীহ নারী-পুরুষ ও শিশুদের উপর গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে সোচ্চার ভূমিকা ও ইসরাইল হানাদার বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন। পরবর্তীতে ইসরাইল বিরোধী এক বিক্ষোভ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়