Wednesday, August 13

পদত্যাগের দাবি প্রত্যাখ্যান নওয়াজ শরীফের


কানিউজ ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করে তার সরকারের সাংবিধানিক মেয়াদ পূর্ণ করার কথা পুনরায় ব্যক্ত করেছেন। দেশটির বিরোধী দলীয় নেতা ইমরান খান গতবারের নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে নওয়াজের পদত্যাগ দাবি করছেন। এর প্রেক্ষিতেই গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে এসব কথা বলেন নওয়াজ। খবর দ্য হিন্দু অনলাইনের পাক প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, ‘দেশটির সরকার কাউকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো ব্যবস্থাকে উৎখাতের সুযোগ দিবে না।’ দেশটির পরবর্তী নির্বাচন ২০১৮ সালে অনুুষ্ঠিত হবে উল্লেখ করে নওয়াজ বলেন, আমি ফের ইমরান খানকে সংলাপের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি একজন নির্বাচিত ব্যক্তি এবং বিরোধিদের দাবির কথা আমি শুনব।’ গত বারের নির্বাচনে জালিয়াতির অভিযোগের দাবি তদন্তের জন্য একটি সুপ্রিম কোর্ট কমিশন গঠনের কথাও ভাষণে ঘোষণা দিয়েছেন নওয়াজ। পাক তেহরিক-ই ইনসাফ পার্টির প্রধান ইমরান খান আগামীকাল ইসলামাবাদে সরকারবিরোধী বিক্ষোভের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী নওয়াজের পদত্যাগ না করা পর্যন্ত তার সমর্থকরা বিক্ষোভ চালিয়ে যাবে বলে জানিয়েছেন ইমরান। দেশটির প্রভাবশালী ধর্মীয় গুরু তাহির-উল কাদরি ইমরান খানের সরকারবিরোধী বিক্ষোভে নিজের সমর্থন ব্যক্ত করেছেন। উল্লেখ্য, গত বছর মে মাসে অনুষ্ঠিত দেশটির সংসদীয় নির্বাচনে জয় লাভ করে সরকার গঠন করে নওয়াজের নেতৃত্বে পাকিস্তান মুসলীম লীগ-নওয়াজ পার্টি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়