নকিয়া ব্র্যান্ড নামে নতুন দুইটি ফিচার ফোন উন্মুক্ত করেছে মাইক্রোসফট। নকিয়া ১৩০ ও নকিয়া ১৩০ ডুয়াল সিমের এই দুটি ফিচার ফোনে নকিয়া ওএস ও ৩০টির বেশি সফটওয়্যার থাকছে। বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
১.৮ ইঞ্চি মাপের রঙিন ডিসপ্লেযুক্ত এই দুটি ফোনে টি৯ কিবোর্ড ও ফ্ল্যাশলাইট সুবিধা রয়েছে। এ ছাড়াও ব্লুটুথ, মাইক্রোইউএসবি পোর্ট ও ৩২ জিবি মেমোরি কার্ড সুবিধা পাওয়া যাবে। তবে এই ফোনে ক্যামেরা সুবিধা নেই। ফিচার ফোনে দীর্ঘদিন যাতে চার্জ থাকে সে ব্যবস্থা রেখেছে মাইক্রোসফট। এ
ই ফোন দুটি প্রি-ইনস্টল করা অ্যাপ হিসেবে এফএম রেডিও, মিউজিক প্লেয়ার, ক্যালকুলেটর, অ্যালার্ম ঘড়ি ও ৫০০ কন্টান্ট সংরক্ষণ সুবিধা রয়েছে। নকিয়ার এই ফোনের দাম দুই হাজার টাকার কম হতে পারে।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়