Wednesday, July 23

কানাইঘাট উপজেলা পরিষদের প্রশাসনিক এরিয়ার বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক:
 কানাইঘাট উপজেলা পরিষদের প্রশাসনিক এরিয়াকে বৃক্ষরোপনের মাধ্যমে সৌন্দর্যবর্ধনের আওতায় আনার জন্য  উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রশংসনীয় কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া কানাইঘাটে যোগদানের পর থেকে জনগণের জন্য নেওয়া সরকারের উপজেলা পর্যায়ের সকল ধরণের প্রশাসনিক সুযোগ-সুবিধা ও সেবামূলক কার্যক্রম দ্রুততার সাথে বাস্তবায়ন করার জন্য নানামুখী কর্মকান্ড গ্রহণ করায় ইতিমধ্যে জনগণ এর সুফল ভোগ করছেন। বৃরোপনে জনসাধারণকে উদ্বুদ্ধ করার অংশ হিসাবে ইতিমধ্যে উপজেলা প্রশাসনিক ভবন চত্বরের বিশাল মাঠ জুড়ে নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া নানা প্রজাতির ফুলের বাগান গড়ে তুলেছেন। তার পাশাপাশি তিনি উপজেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন সরকারী দপ্তরের খালি মাঠে বৃরোপন কর্মসূচির আওতায় উন্নতজাতের আম, কাঁঠাল, লিচু সহ বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপন কার্যক্রম হাতে নিয়েছেন। আজ বুধবার আনুষ্ঠানিক ভাবে উপজেলা প্রশাসনিক চত্বরে সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে বৃরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা  তারেক মোহাম্মদ জাকারিয়া,  উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সাফাকাত রিয়াজ, কানাইঘাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফরিদ আহমদসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরের সরকারী কর্মকর্তা ও কানাইঘাট প্রেসকাব নেতৃবৃন্দ। নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সাথে কথা হলে তিনি বলেন, গাছপালা হচ্ছে আমাদের জীবন রাকারী পরম বন্ধু। সুস্থ, সুন্দর পরিবেশ রার মাধ্যমে বৃ আমাদের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক ভাবে সাবলম্বী হতে সাহায্য করে। স্থানীয় জনসাধারণকে বৃরোপনে উদ্বুদ্ধ করার জন্য উপজেলার কেন্দ্রবিন্দু প্রশাসন এরিয়াকে সৌন্দর্য বর্ধনের আওতায় আনার জন্য মূলত এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়