Wednesday, July 23

ধনীর তালিকায় ধোনী পঞ্চম লিওনেল মেসি দশম

স্পোর্টস রিপোর্টার,ঢাকা: বিশ্বের জনপ্রিয় ম্যগাজিন ফোর্বস ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনীকে বিশ্বের পঞ্চম ধনী ক্রীড়াবিদ হিসেবে মূল্যায়ন করেছে। ফোর্বসের তালিকায় ধোনীর রয়েছে ২১ মিলিয়ন ডলারের আর্থিক সম্পত্তি। তার সামনে অবস্থান করছেন রজার ফেদেরার, টাইগার উডস, লিবর্ন জেমস, ফিল মিকেলসন এবং মারিয়া শারাপোভা। এ রিপোর্টে বলা হয়, সুইস টেনিস তারকা ফেদেরার এবং আমেরিকান গলফার টাইগার উডসের সম্পদের আর্থিক মূল্য প্রায় ৪৬ মিলিয়ন ডলার। ক্রীড়াবিদ হিসেবে যৌথভাবে তারা বিশ্বের শীর্ষ আর্থিক সম্পত্তির মালিক। বাস্কেটবল তারকা লিবর্ন জেমস রয়েছেন দ্বিতীয় অবস্থানে। তার সম্পত্তির মূল্য প্রায় ২৭ মিলিয়ন ডলার। রুশ টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা রয়েছে চার নম্বরে। তার সম্পত্তির আর্থিক মূল্য ২৩ মিলিয়ন ডলার। তালিকায় তিনে রয়েছে আরেক গলফার ফিল মিকেলসন। তার রয়েছে ২৫ মিলিয়ন ডলারের সম্পত্তি। ধোনীর আয় করা ২১ মিলিয়ন ডলারের পরে ২০ মিলিয়ন ডলার আয় করে এ তালিকায় শীর্ষ ছয়ে রয়েছেন  দৌড়বিদ উসাইন বোল্ট। তার পরে ১৯ মিলিয়ন ডলার নিয়ে সাতে রয়েছে বাস্কেট বলের খেলোয়াড় কোবে ব্রায়ান্ট। আর আটে রয়েছে আরেক টেনিস তারকা চীনের লি না। তার আর্থিক সম্পত্তি ১৫ মিলিয়ন ডলার। তবে মজার ব্যাপার হল তালিকায় থাকা পরবর্তী দুজনই ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড়। পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো ১৩ মিলিয়ন ডলার নিয়ে রয়েছে নয় নম্বরে। যেখানে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি রয়েছে শীর্ষ দশে। মেসির সম্পত্তির পরিমানও রোনালদোর সমান ১৩ মিলিয়ন ডলার। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়