কানিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে না পেরে একটি দল নিজের ব্যর্থতার আগুনে সবাইকে পোড়াতে চাচ্ছে।
মঙ্গলবার লন্ডনের প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ইফতার পূর্ব এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামী সাড়ে চার বছরে বিরোধীদের বাধা সত্বেও যে কাজ হাতে নেয়া হয়েছে তা শেষ করা হবে।
শেখ হাসিনা অভিযোগ করেন, বিভিন্ন ক্ষেত্রে তার সরকারে অভাবনীয় সাফল্য থাকলেও কয়েকটি রাজনৈতিক দল নানানভাবে চেষ্টা করছে এ উন্নয়নে বাধা সৃষ্টি করতে।
এ সময় দেশকে পিছিয়ে দিতে মহল বিশেষের ষড়যন্ত্রের বিষয়ে প্রবাসীদের সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।
এছাড়া, ভিসা সমস্যা সমাধানের পাশাপাশি বাংলাদেশে সকল উন্নয়ন সহায়তা অব্যাহত রাখার বিষয়ে ব্রিটিশ সরকার একমত হয়েছেন বলেও জানান শেখ হাসিনা।
-
খবর বিভাগঃ
রাজনীতি

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়