Monday, July 21

সরকার আগামী দিনের জন্য নিজেদের মৃত্যুকূপ খুঁড়ছে: গয়েশ্বর


স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিচারপতির অপসারণ প্রক্রিয়া সংসদের হাতে দিয়ে সরকার আগামী দিনের জন্য নিজেদের মৃত্যুকূপ খুঁড়ছে।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বিচারপতিদের অপসারণ প্রক্রিয়া এবং বিচার বিভাগ’ শীর্ষক এক সেমিনারে একথা বলেন।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, যাই করেন না কেন একটু ভেবে-চিন্তে করেন। এখনকার আদালতে বিচারক, আইনজীবী ও কর্মচারী যা নিয়োগ দেওয়া হয়েছে সব আপনাদের একনিষ্ঠ কর্মী।
তিনি আরও বলেন, এটা বিচার বিভাগের শিরশ্ছেদ। বিচার বিভাগের শিরশ্ছেদ হলে গুম খুন, ধর্ষণ আরও বেড়ে যাবে। এ নিয়ে এখনো কেন আদালত প্রাঙ্গণ উত্তপ্ত হয়নি এটাই আমার প্রশ্ন। এটা আদালতের স্বার্থে হবে।
সংগঠনের উপদেষ্টা শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাছের মো. রহমতুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এহসান জসিম প্রমুখ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়