স্টাফ রিপোর্টার: বাংলা সংগীতের অন্যতম দুই নাম সাবিনা ইয়াসমিন এবং রুনা লায়লা।দুজনই দীর্ঘ সংগীত জীবনের নান্দনিক কর্মযাত্রায় নিজেদের মেধার প্রকাশ ঘটিয়ে হয়ে উঠেছেন জীবন্ত কিংবদন্তি।অসংখ্য সফল গান তাদের কণ্ঠে যুক্ত হয়েছে বাংলা সংগীতে। ‘প্রতিনিধি’ চলচ্চিত্রে সত্য সাহার সুর করা এক গানে তারা প্রথম জুটি বেঁধে গান করেন ১৯৭৬ সালে।এর বহু বছর পর ২০০৬ সালে আরিফ খানের পরিকল্পনা ও পরিচালনায় এনটিভির আজ গানের ভুবন অনুষ্ঠানে একসঙ্গে গান করেন এ দুই গুণী কণ্ঠশিল্পী।কখনো গায়িকা কখনো রিয়েলিটি শোর বিচারক হিসেবে মাঝে মাঝেই তাদের একসাথে একি মঞ্চে দেখা গিয়েছে।এবারই প্রথমবারের মতো এই দুই কিংবদন্তী এক সঙ্গে কণ্ঠ দিলেন কোন ধারাবাহিক নাটকের সূচনা সংগীতে।ফারিয়া হোসেন রচিত ও আরিফ খান পরিচালিত ধারাবাহিক নাটক দলছুট প্রজাপতি নাটকের সূচনাসঙ্গীতে কণ্ঠ দিয়েছেন তারা দুজন।
‘দলছুট প্রজাপতি উড়ে যায় কোন আকাশে, জানে না কেউ জানে না, দাগ রেখে যায় বাতাসে, ছাড়িয়ে অচেনা শহর, মাড়িয়ে জোছনা প্রহর, আবার সে নীড়ে ফিরে আসে’ গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীতায়োজন করেছেন ফরিদ আহমেদ।রুনা লায়লা দেশের বাইরে থাকায় গত ২০ জুলাই বিকেলে গানটিতে কণ্ঠ দেন তবে গত মে মাসেই কণ্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন।সাবিনা ইয়াসমিন বলেন, ধারাবাহিক নাটকের নামে সামঞ্জস্য রেখেই লিখেছেন জীবন। সুরটাও অসাধারণ হয়েছে।
রুনা লায়লা বলেন, ফরিদ আহমেদের সুর সব সময়ই সুন্দর হয়। গানের কথাও আমার ভীষণ ভালো লেগেছে। আশা করি, আরিফ খানের নির্দেশনায় নির্মিত এই ধারাবাহিক নাটকটি দর্শকের ভালো লাগবে।নির্মাতা আরিফ খান জানান, খুব শিগগিরই তার নির্মিত পঞ্চম ধারাবাহিক নাটক দলছুট প্রজাপতি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার শুরু হবে। দলছুট প্রজাপতি নাটকটি প্রযোজনা করেছেন ফারিয়া হোসেন ও আরিফ খান।ধারাবাহিক নাটক ‘দলছুট প্রজাপতি’ একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে।
খবর বিভাগঃ
বিনোদন

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়