স্পোর্টস রিপোর্টার,ঢাকা: অপেক্ষার অবসান। ইশান্তর শর্মার মারাত্মক বোলিংয়ে ২৮ বছরের অপেক্ষার অবসান হল ভারতের। লর্ডসে ১৯৮৬ সালের পর এই প্রথম জয় পেল দেশটি। সোমবার দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন ইংল্যান্ডকে ৯৫ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। জয়ের জন্য শেষ দিন ইংল্যান্ডের প্রয়োজন ছিল ২১৪ রান। আর ভারতের দরকার ছিল ৬ উইকেট। আগের দিনের ৩৪ রানের জুটিকে এদিন ১০১ পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার পর বিচ্ছিন্ন হন মঈন আলী ও জো রুট। মধ্যাহ্নভোজের আগে শেষ বলে মঈনকে (৩৯) শর্ট লেগে চেতেশ্বর পুজারার ক্যাচে পরিণত করে প্রতিরোধ ভাঙার কৃতিত্ব ইশান্তের। মধ্যাহ্ন-বিরতির পর আরো ভয়ঙ্কর হয়ে উঠেন ইশান্ত। ৭৯তম ওভারে বিদায় করেন ম্যাট প্রায়রকে। ৮১তম ওভারে বেন স্টোকস ও রুটকে (৬৬) বিদায় করে ৭ বছর পর ইংল্যান্ডে ভারতের জয়কে সময়ের ব্যাপারে পরিণত করেন তিনি। সর্বশেষ ২০০৭ সালে নটিংহামে ৭ উইকেটে জিতেছিল ভারত। বেশিক্ষণ টেকেননি স্টুয়ার্ট ব্রডও, ইংল্যান্ডের স্কোর তখন ২১৬/৯। দিনের খেলার তখনো ৫০ ওভার বাকি। এরপর মাত্র ২.২ ওভার স্থায়ী হওয়া ইংল্যান্ড ইনিংস থেমে যায় ২২৩ রানে। ৭৪ রানে ৭ উইকেট নিয়ে ইশান্তই ভারতের সেরা বোলার। সংক্ষিপ্ত স্কোর: ভারত: ২৯৫ (রাহানে ১০৩, ভুবনেশ্বর ৩৬; অ্যান্ডারসন ৪/৬০) ও ৩৪২ (বিজয় ৯৫, জাদেজা ৬৮, ভুবনেশ্বর ৫২; স্টোকস ৩/৫১, প্লানকেট ৩/৬৫) ইংল্যান্ড: ৩১৯ (ব্যালান্স ১১০, প্লানকেট ৫৫*; ভুবনেশ্বর ৬/৮২) ও ২২৩ (রবসন ৭, কুক ২২, ব্যালান্স ২৭, বেল ১, রুট ৬৬, মঈন ৩৯, প্রায়র ১২, স্টোকস ০, ব্রড ৮, প্লানকেট ৭*, অ্যান্ডারসন ২; ইশান্ত ৭/৭৪, সামি ১/৩৩, জাদেজা ১/৫৩)
খবর বিভাগঃ
খেলাধুলা

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়