Tuesday, July 22

গণতান্ত্রিক ধারায় ফিরে অসুন: বিএনপিকে নাসিম


সিরাজগঞ্জ: বিএনপিকে গণতান্ত্রিক ধারায় ফিরে এসে জনকল্যানে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার দুপুরে কাজিপুর উপজেলার তিনটি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন কালে এ কথা বলেন।
তিনি বলেন, ‘উন্নয়ন ও জনস্বার্থ বিরোধী কোন আন্দোলন করে কেউ ফায়দা লুটতে পারবেনা। ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের দিন শেষ হয়ে গেছে। তাই বিএনপি নেত্রীকে বলবো হঠকারিতা ত্যাগ করে গণতান্ত্রিক ধারায় ফিরে এসে জনকল্যানে আত্মনিয়োগ করুন।’
ঈদের পরে বিএনপির আন্দোলনের হুমকির জবাবে মোহাম্মদ নাসিম বলেন, কারও আন্দোলনের হুমকিতে আওয়ামী লীগ ভয় পায়না। আন্দোলনের মধ্য দিয়েই আওয়ামী লীগের জন্ম। জন্ম লগ্ন থেকেই জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এই দলটি আন্দোলন করেছে। তাই আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোন লাভ নেই।
নিজ নির্বাচনী এলাকার সদর ইউনিয়নের মেঘাই, গান্ধাইল ইউনিয়নের দুবলাই ও কাচিহারায় দেড় সহ¯্রাধিক বাড়িতে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করে নাসিম।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক এমপি তানভীর শাকিল জয়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারন সম্পাদক খলিলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল, সিরাজগঞ্জ পল্ল¬ী বিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী তুষার কান্তি দেবনাথ, ডিজিএম সুলতান নাসিমুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়