স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ কৃষিবান্ধব সরকার আর বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের গুলি করে হত্যা করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয় পরিদর্শনকালে কর্মকর্তাদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘এখন সার পেতে কৃষকদের অসুবিধা হয় না,অথচ ১৯৯৫ সালে কৃষক সারের জন্য আন্দোলন করেছিল। আর ওই আন্দোলন ঠেকাতে গুলি করে ১৮ জন কৃষককে হত্যা করেছিল বিএনপি সরকার। সে সময় আমরা (আওয়ামী লীগ) ছুটে গিয়ে ছিলাম তাদের পাশে। এটাই হচ্ছে এ দুই সরকারে মধ্যে তফাৎ।’
তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকার আসলে কৃষিবান্ধব যার ফলে কৃষকরা সুযোগ-সুবিধা পায়। আর বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন তারা কৃষকদের গুলি করে হত্যা করা হয়।’
কৃষকের ছেলেরা লেখা-পড়া শিখে মাঠে যেতে চায় না—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষিতদের কৃষিকাজে অনীহা দূর করতে হবে।
শিক্ষার্থীদের কৃষিকাজে উৎসাহিত করতে পাঠ্যক্রমে কৃষি শিক্ষাকে আরো কার্যকরভাবে যুক্ত করে দেয়ার ওপর এ সময় গুরুত্বারোপ করেন তিনি।
গত ১৩ জুলাই ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, ৬ জুলাই যোগাযোগ মন্ত্রণালয়, ১৯ জুন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, ২২ মে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, ১৮ মে তথ্য মন্ত্রণালয়, ১৫ মে পরিবেশ ও বন মন্ত্রণালয়, ৭ মে বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ১০ মে পানিসম্পদ মন্ত্রণালয় এবং ৩০ এপ্রিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
গত ১২ জানুয়ারি সরকার গঠনের পর থেকে শ্রম মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান শেখ হাসিনা।
- See more at: http://dnewsbd.com/2014/07/20/%e0%a6%86%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%ac-%e0%a6%b8%e0%a6%b0/#sthash.IEG5RY79.dpuf
রোববার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয় পরিদর্শনকালে কর্মকর্তাদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘এখন সার পেতে কৃষকদের অসুবিধা হয় না,অথচ ১৯৯৫ সালে কৃষক সারের জন্য আন্দোলন করেছিল। আর ওই আন্দোলন ঠেকাতে গুলি করে ১৮ জন কৃষককে হত্যা করেছিল বিএনপি সরকার। সে সময় আমরা (আওয়ামী লীগ) ছুটে গিয়ে ছিলাম তাদের পাশে। এটাই হচ্ছে এ দুই সরকারে মধ্যে তফাৎ।’
তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকার আসলে কৃষিবান্ধব যার ফলে কৃষকরা সুযোগ-সুবিধা পায়। আর বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন তারা কৃষকদের গুলি করে হত্যা করা হয়।’
কৃষকের ছেলেরা লেখা-পড়া শিখে মাঠে যেতে চায় না—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষিতদের কৃষিকাজে অনীহা দূর করতে হবে।
শিক্ষার্থীদের কৃষিকাজে উৎসাহিত করতে পাঠ্যক্রমে কৃষি শিক্ষাকে আরো কার্যকরভাবে যুক্ত করে দেয়ার ওপর এ সময় গুরুত্বারোপ করেন তিনি।
গত ১৩ জুলাই ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, ৬ জুলাই যোগাযোগ মন্ত্রণালয়, ১৯ জুন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, ২২ মে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, ১৮ মে তথ্য মন্ত্রণালয়, ১৫ মে পরিবেশ ও বন মন্ত্রণালয়, ৭ মে বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ১০ মে পানিসম্পদ মন্ত্রণালয় এবং ৩০ এপ্রিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
গত ১২ জানুয়ারি সরকার গঠনের পর থেকে শ্রম মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান শেখ হাসিনা।
- See more at: http://dnewsbd.com/2014/07/20/%e0%a6%86%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%ac-%e0%a6%b8%e0%a6%b0/#sthash.IEG5RY79.dpuf
খবর বিভাগঃ
রাজনীতি

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়