Saturday, June 14

পলকের ছবি নিয়ে ফেসবুকে ঝড়

মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য জুনায়েদ আহমেদ পলক। বয়সে যেমন তরুণ-কর্মঠ, তেমনি মানসিকতার দিক থেকেও চিরসবুজ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর দায়িত্ব কাঁধে নিয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে তথ্যপ্রযুক্তির মডেল বানানোর স্বপ্ন বাস্তবায়নে উড়ে বেড়াচ্ছেন এক দেশ থেকে অন্য দেশে। মন্ত্রী হবার আগে টকশোতে ঝড় তুলতেন পলক। এবার ফেসবুকে পোস্ট করা তারই এক ছবি নিয়ে ঝড় উঠেছে সাইবার দুনিয়ায়। ফ্রান্সের মন্ট ব্লান্স গ্রামে তোলা ছবিটি গতকাল ভোররাতে (বাংলাদেশ সময়) তিনি আপলোড করেন। মটরবাইকের ওপর মডেলদের মতো বসে তোলা ছবিটি ফেসবুকে আপলোডের পরই তা দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে ইন্টারনেট জগতে। পড়তে থাকে মন্তব্যের পর মন্তব্য। শনিবার বিকাল পৌনে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার ছবিটিতে লাইক পড়েছে ৪০০১টি। এছাড়া শেয়ার করেন ২৫ জন। যারা শেয়ার করেছেন তাদের ওয়াল থেকেও আবার ছবিটি শেয়ার করেন অনেকে। মন্তব্য করেন সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষার্থী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক পর্যন্ত। খুবই দ্রত গতিতে এগিয়ে যাচ্ছে ছবিটির লাইক সংখ্যা। মন্তব্য পড়ছে পক্ষে-বিপক্ষে। শাহীন রহমান নামে জনৈক ফেসবুক ব্যবহারকারী বলছেন, ‘ইনি আমাদের মাননীয় আইসিটি মন্ত্রী, যিনি একজন পাবলিকের প্রতিনিধি। তিনি তো আর সিনেমার নায়ক নন। একটি দায়িত্বশীল চেয়ারের দায়িত্বে পলক সাহেব। কিন্তু আমি বিষ্মিত এ ধরণের হিরো মার্কা ছবি ফেসবুকে তিনি কেন প্রকাশ করেন!’ তার এ মন্তব্যের জবাব দিয়েছেন সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব। তিনি বলেন, ‘শাহীন ভাই, বাংলাদেশ এখন ডিজিটাল। সুতরাং সামনে তাকান, পেছনে নয়। আমার কাছে পছন্দ হয়েছে ছবিটি।’ অন্যদিকে উৎপল দাস বলে আরেক ফেসবুক ইউজার লিখেছেন, ‘মন্ত্রী বলে কি ভাইয়ের শখ আহ্লাদ কিছু থাকবে না?’ পলকের সমালোচনা করে ফারজানা মোজাম্মেল লিখেছেন, ‘মন্ত্রী হিসেবে এ রকম ছবি দেওয়া শোভনীয় নয়। এটা পারিবারিক অ্যালবামেই মানায়।’ আরিফ হোসেন লিখেছেন, ‘ভাইজান মনে হয় বিয়ের পাত্রী খুঁজছেন।’- এ রকম শত শত মন্তব্যের ঝড় বইছে ফেসবুক ওয়ালে। হিট বাড়ছে প্রতিমন্ত্রীর ফেসবুকে। শেয়ার হচ্ছে ছবি। দ্রুত বাড়ছে লাইকের সংখ্যা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়