Sunday, June 1

কানাইঘাটে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালেন মোটর সাইকেল আরোহী চাকুরীজীবি এনামুল হক

নিজস্ব প্রতিবেদকঃ
 কানাইঘাটে যাত্রীবাহী চলন্ত একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে আজ রবিবার মোটরসাইকেল আরোহী, উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠ সহকারি এনামুল হক (২৫) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে আসলেও বাসের চালক পালিয়ে যায়। জানা যায়, উপজেলার ৮নং ঝিংগাবাড়ি ইউপির আগতালুক গ্রামের মৃত মঈন উদ্দিনের পুত্র একটি বাড়ি একটি খামার প্রকল্পের ৭নং বাণী গ্রাম ইউপির (চুক্তি ভিত্তিক) মাঠ সহকারি পদে কর্মরত এনামূল হক প্রকল্পের কাজ করে, আজ সকাল সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল যোগে কর্মস্থল উপজেলা পল্লী উন্নয়ন অফিসে আসছিলেন। পথিমধ্যে গাজী বুরহান উদ্দিন সড়কের মাছুখাল বাজার সংলগ্ন ধলিবিল দক্ষিণ গ্রামের সেলিম উদ্দিনের বাড়ির পাশে আসা মাত্র বিপরীতগামী আসা সিলেট মুখী (মৌলভীবাজার-জ-১১-০২৬০) যাত্রীবাহী বাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে এনামুল হক মাথায় আঘাত প্রাপ্ত হয়ে মারাত্মক জখম হন। পরে তাঁকে স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত সিলেট ওমেক হাসপাতালে নিয়ে যাবার পথে পথিমধ্যে মৃত্যুর কুলে ঢলে পড়েন এনামুল হক। দুর্ঘটনার খবর পাওয়ার পরই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রবিন্দ্র চন্দ্র তালুকদার এবং এনামুল হকের সহকর্মীরা হাসপাতালে ছুটে যান এবং চিকিৎসার তদারকী করেন। পরে উর্ধ্বতন প্রশাসনের অনুমতি নিয়ে পোস্ট মেডাম ছাড়াই এনামুল হকের লাশ কানাইঘাট থানা পুলিশের জিম্মায় তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এদিকে সড়ক দূর্ঘটনায় এলাকার পরিচিত মুখ যুব সংগঠক কানাইঘাট ডাকনাইল সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ও ঢাকনাইল বিদ্যা নিকেতন জুনিয়রস্ স্কুলের প্রধান শিক্ষক এনামুল হকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার আত্মীয়-স্বজনদের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে উঠে। উল্লেখ্য যে, ৫মাস পূর্বে একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠ সহকারী পদে এনামুল হক চাকুরীতে যোগদান করেন। দেড়মাস পূর্বে তিনি বিয়ে করেন। বাবা মঈন উদ্দিন ২মাস পূর্বে মারা যান। পরিবারের ৪ভাই ৩বোনের মধ্যে নিহত এনামুল হক সবার বড় ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়