Tuesday, April 1

থাইল্যান্ডে বিক্ষোভকারীদের শোভাযাত্রায় গুলিবর্ষণ, নিহত ১

ঢাকা: থাইল্যান্ডে সরকারবিরোধী মিছিলে আততায়ীর গুলিবর্ষণে ১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে রাজধানী ব্যাংককের রাজপথে এ ঘটনা ঘটে। এতে আরও ৪ জন আহত হন। এপি।

গত বছরের নভেম্বর মাস থেকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪।

মঙ্গলবার বিকেলে সরকারবিরোধীদের একটি বিক্ষোভ শোভাযাত্রা শহরের উত্তরাংশে অবস্থিত সরকারি কার্যালয়ের দিকে যেতে থাকাকালে বিক্ষোভকারীদের বহনকারী বাস ও ট্রাকে গুলি চালানো হয়।

কে বা কারা গুলি করেছে তা শনাক্ত করা যায়নি।

নাসের ইমাহ নামের বিক্ষোভকারীদের একজন জানান, গুলিতে বাসের দুজন নারী ও ট্রাকের দুজন পুরুষ বিক্ষোভকারী গুরুতর আহত হতে দেখেছেন।

পরে শহরের ইরাওয়ান মেডিকেল সেন্টার থেকে ১ জনের মৃত্যুসংবাদ নিশ্চিত করা হয়।

ইংলাকবিহীন অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা চাইছেন বিক্ষোভকারীরা। তাদের দাবি দুর্নীতির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে এর বিকল্প নেই।

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়