Monday, March 3

রামপালে আ.লীগ-বিএনপি লড়াই হবে হাড্ডাহাড্ডি

বাগেরহাট: আগামী ১৫ মার্চ রামপাল উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারনা জমে উঠেছে। আওয়ামী লীগ প্রার্থী ও জামায়াত সমর্থিত প্রার্থী আপন চাচাত ভাই হওয়ায় ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রচার প্রচারনায় এগিয়ে রয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী হাফিজুর রহমান তুহিন।
খোজ নিয়ে জানা গেছে,  প্রথম উপজেলা নির্বাচনে আওয়ামী সমর্থিত প্রার্থী শেখ আব্দুল জলিল ভাবে জয়লাভ করেন। দ্বিতীয় উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী শেখ আব্দুল ওহাব বিপুল পরিমান ভোটারের সমর্থন নিয়ে জয়লাভ করেন। এরপর তৃতীয় উপজেলা নির্বাচনে জোট সমর্থিত প্রার্থীরা সংঘবদ্ধ না থাকায় ও দলীয় কোন্দলে ভোটের রাজনীতিতে পিছিয়ে পড়ে। জয়পায় আওয়ামী সমর্থিত প্রার্থী মোল¬া আব্দুল রউফ। চতুর্থ উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের একাধিক প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতার ঘোষনা দিলে দলের মধ্যে সরাসরি কাউন্সিল করে প্রার্থী নির্ধারন করা হয়। এতে বর্তমান চেয়ারম্যান মোল¬া আব্দুল রউফ তার দলের মাত্র ১০ ভোট পান। কাউন্সিলরদের বেশি ভোট পেয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ আবু সাইদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন। একই পরিবারের আবু সাইদের আপন চাচাত ভাই উপজেলা জামায়াতের আমীর মাওঃ জুলফিকার আলী জামায়াতের সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন।
অপরদিকে উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন দলের সমর্থন নিয়ে লড়ছেন। সাধারন ভোটাররা জানান, লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে বিএনপি সমর্থিত প্রার্থী তুহিন ও আওয়ামী সমর্থিত প্রার্থী সাইদের সাথে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়