Tuesday, March 11

নিজেদের পকেট ভর্তি করতেই কুইকরেন্টালের আবিষ্কার

ঢাকা: নিজেদের পকেট ভর্তি করতেই সরকার কুইকরেন্টাল আবিষ্কার করেছে। মূলত কুইক কমিশন পেতেই কুইকরেন্টাল করা হয়েছে। আর এ জন্যই বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
তাছাড়া প্রতিবেশি দেশের সুবিধা বাড়ানোর জন্যই সরকার বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা করছে বলেও অভিযোগ তোলেন তিনি।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত তারেক রহমানের ৮ম কারাবন্দি দিবস শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

মোশাররফ বলেন, ‘জনসমর্থনহীন সরকার বিদ্যুতের দাম বাড়ানোর কোনো নৈতিক অধিকার নেই। জনগণ তাদের ভোট দিয়ে ক্ষমতায় আনেনি। তারা বিনা ভোটে সংসদ দখল করেছে। তাই বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ওপর চাপ সৃষ্টি করার অধিকার সরকারের নেই।’

তিনি বলেন, ‘বিদ্যুতের দাম বাড়ানো হলে অন্যান্য নিত্যপণ্যের জিনিসপত্রের দাম বেড়ে যাবে। যা শুধু গরীব মানুষেরই নয়, দেশের অর্থনীতির ধারক ব্যবসায়ীদেরও চরম ক্ষতি করবে।’

উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘দফায় দফায় উপজেলা নির্বাচনে আওয়ামী সন্ত্রাসীদের সহিংসতা, কেন্দ্র দখল ও ভোটজালিয়াতি বাড়ছে। নির্বাচনের আগেরদিন রাতেই ভোট দিয়ে আওয়ামী লীগ স্থানীয় নির্বাচনকে কলঙ্কিত করেছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘এক এগারোতে যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল তারা তখন তারেক রহমানকেও হত্যা করার ষড়যন্ত্র করেছিল।’

মোশাররফ বলেন, ‘তারেক রহমান এখন দেশে আসলে তাকে আবারও গ্রেপ্তার করা হবে। তারেক রহমান এখনও কারামুক্ত নন। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে তারেকের কোনো বিকল্প নেই। তাই তারেক রহমানকে দেশে বীরের বেশে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।’

যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুবদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেওয়াজ প্রমুখ।

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়