কলাপাড়া(পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় চাঁদার টাকা না পেয়ে প্রকাশ্য
দিবালোকে মৎস্য ব্যবসায়ী রব শরীফ (৪৫) ও জসিম মোল্লা (৩৫)কে ধারালো অস্ত্র
দিয়ে কুপিয়ে ও পিটিয়ে ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছাত্রলীগ ক্যাডার ননী
খলিফার নেতৃত্বে ১০/১১ জনের একদল সন্ত্রাসী। উপজেলার চম্পাপুর ইউনিয়নের
চালিতাবুনিয়া বোর্ড স্কুলের সামনে এ ঘটনা ঘটেছে। আশংকাজনক অবস্থায় স্থানীয়
লোকজন তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। গতকাল দুপুরে এ
ঘটনায় চালিতাবুনিয়া গ্রামের চিহ্নিত সন্ত্রাসী ননী খলিফা, মতি খলিফা,
মাসুম, হিরন, পান্নু সিকদার জাকির খলিফাসহ অজ্ঞাত ছয় আসামীর বিরুদ্ধে
কলাপাড়া থানায় মামলা হয়েছে।
মামলায় রব খলিফা উল্লেখ করেছেন তার কাছে এক লাখ টাকা চাঁদা চেয়ে না পেয়ে সন্ত্রাসীরা তার উপর হামলা করে নগদ ৩০ হাজার টাকা ও স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। এমনকি আসামীরা তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বাসায় গিয়ে হুমকি দিচ্ছে। এ ঘটনায় ঘরের নারী ও শিশুরা বর্তমানে চরম আতংকে রয়েছে।
মামলায় রব খলিফা উল্লেখ করেছেন তার কাছে এক লাখ টাকা চাঁদা চেয়ে না পেয়ে সন্ত্রাসীরা তার উপর হামলা করে নগদ ৩০ হাজার টাকা ও স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। এমনকি আসামীরা তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বাসায় গিয়ে হুমকি দিচ্ছে। এ ঘটনায় ঘরের নারী ও শিশুরা বর্তমানে চরম আতংকে রয়েছে।
খবর বিভাগঃ
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়