Tuesday, March 11

অনুগতদের সম্মানজনক সরকারি পদ দেবেন এরশাদ

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ‍হুসেইন মুহম্মদ এরশাদের উদ্ধৃতি দিয়ে পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেছেন, ‘যারা দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করেছিলেন তাদের অগ্রাধিকার ভিত্তিতে সরকারের সম্মানজনক বিভিন্ন পদে নিয়োগ দেয়া হবে।’
তবে কীসের ভিত্তিতে তাদের পদায়নে অগ্রাধিকার দেয়া হবে সে সম্পর্কে কিছু বলেননি রুহুল আমিন।

জাতীয় পার্টির এই নেতা সাংবাদিকদের আরো জানান, ‘পার্টি চেয়ারম্যানের নির্দেশে যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন, যারা নির্বাচনে অংশ নেননি এবং যারা পরাজিত হয়েছেন- তাদের একটি তালিকা চেয়েছেন চেয়ারম্যান।’        

সম্প্রতি ৬৮ নেতার বিএনপিতে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি একটা বিচ্ছিন্ন ঘটনা।’

প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদের বরাত দিয়ে রুহুল আমিন হাওলাদার আরো বলেন, ‘শিগগিরই অন্য দলের অনেক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দেবেন।’

বর্তমানে পার্টিতে কোনো মতবিরোধ নেই বলেও দাবি করেন তিনি।  

মঙ্গলবারের মতবিনিময় সভার উদ্দেশে সম্পর্কে তিনি বলেন, ‘এ সভার উদ্দেশ্য হল তৃণমূলকে আরো শক্তিশালী করা।’  

মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এ মতবিনিময় সভা শুরু হয়। শেষ হয় দুপুর ১২টায়। দশম সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করেছিলেন জাতীয় পার্টির প্রায় দেড় শতাধিক এমন নেতা এ মতবিনিময় সভায় অংশ নেন।   
এরআগে মতবিনিময় সভা থেকে বেরিয়ে ভোলা-৩ আসনের মনোনয়ন প্রত্যাহারকারী জাপা নেতা সিদ্দিকুর রহমান বলেন, ‘স্যার (এরশাদ) আমাদের বলেছেন তৃণমূল থেকে দলকে সংঘটিত করতে। ধৈর্য ধরতে। সময় হলে তিনি আমাদের মূল্যায়ন করবেন। ভাল কিছু উপহার দেবেন।’  
তিনি আরো বলেন, ‘স্যারের মাঝে অনেক ক্ষোভ। তিনি আজ তার ক্ষোভের কথাগুলে বলেতে পারেননি। সময় হলেই বলবেন।’  

দলে আগামীতে নতুন নেতৃত্বেরও দাবি জানান জাপার মনোনয়ন প্রত্যাহারকারী অনেক নেতা। একইসঙ্গে তারা চিৎকার করে বলেন, ‘যারা বেইমানি করেছে তাদের দলে রাখা যাবে না।’  
বাংলামেইল২৪ডটকম /

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়