Wednesday, February 26

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সরকার বিব্রত: যোগাযোগমন্ত্রী

ঢাকা : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যোগাযোগ ও সন্ত্রাস দমনে অংশীদ্বারিত্বমূলক সহযোগিতায় শ্রীলঙ্কা সরকারের সম্মতি রয়েছে।

মঙ্গলবার ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার শরৎকে ওয়ারাগোদার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পুলিশের প্রিজন ভ্যান থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সরকার বিব্রত—এ পরিস্থিতি মোকাবেলা করাই এখন চ্যালেঞ্জ।

মন্ত্রী বলেন, তামিলদের সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের (শ্রীলঙ্কা) একটা দক্ষতা আছে, সেই দক্ষতা আমাদের সঙ্গে ভাগাভাগি করতে পারেন তারা। আমাদের এখানে সন্ত্রাসবাদের প্রবণতা আছে। কোন পরিস্থিতিতে কখন কোন ঘটনা ঘটে যারা পরিস্থিতি মোকাবেলা করেন তারাই ভালো বলতে পারবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়