Saturday, December 7

রূপগঞ্জে ইউনিয়ন ছাত্রদলের বিক্ষোভ

রূপগঞ্জ:  রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়ন ছাত্রদল শনিবার বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে ভুলতা-মুড়াপাড়া সড়ক অবরোধ করে। যুবদলের কেন্দ্রিয় কমিটির সহ-অর্থবিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু সমর্থিত রূপগঞ্জ থানা ছাত্রদল নেতা সালাউদ্দিন দেওয়ান ও রাকিবের অনুসারি ভুলতা ইউনিয়ন ছাত্রদল এ বিক্ষোভ করে। বিক্ষোভের নেতৃত্বে দেন ইউনিয়ন ছাত্রদল নেতা মোমেন ও নাহিদ। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা শাহিন, সৌরভ অপু, জাকির, মাহমুদুল্লাহ, ইব্রাহিম, আলমগীর মিজান মাহাবুব, ইস্রাফিল, আজিবর প্রমুখ। নির্দলীয়, নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টা অবরোধের প্রথমদিনে এক কর্মসূচি পালন করে তারা। অবিলম্বে নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন দাবি করেন। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়