নিজস্ব প্রতিবেদক:
দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তোরণের লক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা)র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াছ কাঞ্চন কর্তৃক ঘোষিত দেশব্যাপী মসজিদ ও অন্যান্য ধর্মের উপসনালয়ে বিশেষ প্রার্থনার অংশ হিসাবে নিসচার কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে গত শুক্রবার বাদ জুমআ নিসচার অস্থায়ী কার্যালয়ে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। নির্বাচনকে সামনে রেখে দেশের সংঘাতময় পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য মহান রাব্বুল আ’লামীনের নিকট অপার করুণা চেয়ে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে আবেগঘন দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল হক। পবিত্র কুরআনে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ ওলিউর রহমান। এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নিসচার কানাইঘাট শাখার আহবায়ক সাংবাদিক মাহবুবুর রশিদ, সদস্য সচিব সাংবাদিক নিজাম উদ্দিন, যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, আব্দুন নূর, সদস্য বদরুল ইসলাম, আমিনুল ইসলাম, রাসেল চৌধুরী, মাহফুজ সিদ্দিকী, আবুল খায়ের, হেলাল আহমদ, মাহবুব, রিয়াজ উদ্দিনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়