Saturday, December 7

৭২ঘন্টার অবরোধের প্রথম দিন কানাইঘাটে শান্তিপূর্ণ ভাবে পালিত

নিজস্ব প্রতিবেদক:
 ১৮ দলীয় জোটের দেশব্যাপী টানা ৭২ঘন্টা অবরোধের প্রথম দিনে কানাইঘাটের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে ১৮দলীয় জোটের নেতাকর্মীরা। মনসুরিয়া পয়েন্ট, গাজী বুরহান উদ্দিন বাজার,  সড়কের বাজার, গাছবাড়ী বাজার, রাজাগঞ্জ বাজার, সিলেট-জকিগঞ্জ সড়কের কটালপুর ও ঈদগাহ এলাকায় রাস্তা অবরোধ করে বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মীরা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের কোথাও কোন ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়নি। এদিকে অবরোধ ও আজকের সিলেট বিভাগে স্বেচ্ছাসেবক দলের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে আজ রাত ৭টায় কানাইঘাট পৌরশহরে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল মিছিল করেছে। মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সবুজ,  পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী মেম্বার, রাশিদুল হাসান টিটু, বাবলা, থানা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, ছাত্রদল নেতা রুহুল আমিন, কলেজ সভাপতি আমিনুল ইসলাম, আমিন উদ্দিন, রিয়াজ উদ্দিন, বিজয় দাস, মঞ্জুর হোসেন, আদনান প্রমুখ।  


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়