Tuesday, December 3

অস্ত্রসহ বিএনপির ৩ কর্মী আটক


চট্টগ্রাম : চট্টগ্রামে অস্ত্রসহ বিএনপির ৩ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে একজন গত ২৮ নভেম্বর পাহাড়তলীতে পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত ছিলো বলে সনাক্ত করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে নগরীর বায়েজীদ এলাকা থেকে সন্দেহজনক ৩ যুবককে আটক করে পুলিশ। এরপর তাদের দেহ তল্লাশী করে তিন রাউণ্ড কার্তুজসহ একটি এল জি এবং একটি ছুড়ি উদ্ধার করা হয়। এর মধ্যে রিয়াজ নামে একজন পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকায় আটককৃত ৩ জনকেই পুলিশের ওপর হামলার মামলায় গ্রেফতার করা হয়।

এছাড়া এদের বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করেছে পুলিশ।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়