Tuesday, December 3

তফসিল স্থগিত করুন: জেএসডি

ঢাকা : জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি বলেছেন, দেশ বাঁচাতে একতরফা নির্বাচনের তফসিল বাতিল করুন। 

মঙ্গলবার এক বিবৃতিতে দলটির সভাপতি আসম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, দেশ বাঁচাতে অবিলম্বে একতরফা নির্বাচনের তফসিল বাতিল করুন। মহাজোটের বাইরে কোন দলই এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেনি। অন্যান্য সাধারণ নির্বাচনে যে সংখ্যক প্রার্থী মনোনয়ন দাখিল করে এবার বিভিন্ন আসনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী বাদ দিলে তার চার ভাগের এক ভাগও প্রার্থী হয়নি। এ সংখ্যাও শেষ পর্যন্ত টিকে থাকবে কি-না তা নিয়েও আজ নতুন সন্দেহের সৃষ্টি হয়েছে। 

তারা বলেন, এ থেকে বুঝা যায়, এ নির্বাচনে জনগণ সংশ্লিষ্ট হবে না। অধিকন্তু নির্বাচন নিয়ে উত্তরোত্তর জ্বালাও-পোড়াওসহ সহিংসতা ও জীবননাশ যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা চলতে থাকলে দেশের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। এ অবস্থায় ক্ষমতায় থাকা বা যাওয়ার জন্য আগুনে পুড়িয়ে মানুষ মারা অবশ্যই বন্ধ করতে হবে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়