Tuesday, December 3

আল্লামা মুশাহিদ বায়মপুরী(রহঃ)হলেন দারুল উলূম দেওবন্দের সঠিক উত্তরসূরী

নিজস্ব প্রতিবেদক:
 জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, আল-মুশাহিদ ফুযালা পরিষদের মহা-সচিব শায়খুল হাদিস আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী বলেছেন, বিশ্বের নির্যাতিত মুসলমানদের কল্যাণে দারুল উলূম দেওবন্দের অবদান চির স্বরণীয়। তিনি আরো বলেন, দ্বীনে হক্বের পতাকা উড্ডীন করতে দারুল উলূম দেওবন্দের বিকল্প নেই। সেই দারুল উলূম দেওবন্দের যোগ্য উত্তরসূরী হলেন আলামা মুশাহিদ বায়মপুরী রাহ. তার অনুসরণ করা দারুল উলূম কানাইঘাটের ফুযালাগণের নৈতিক দায়িত্ব। আল্লাম দুর্লভপুরী আজ মঙ্গলবার বিকেল ২টায় কানাইঘাট দারুল উলূম মাদরাসা মিলনায়তনে আল-মুশাহিদ ফুযালা পরিষদের উদ্যোগে আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী ৬০ সালা দস্তারবন্দী মহা-সম্মেলন উপলক্ষ্য আয়োজিত কূপণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ফুযালা পরিষদের সভাপতি দারুল উলূম মাদরাসার মুহতামিম আলামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লীপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ফুযালা পরিষদের যুগ্ম মহা-সচিব বিশিষ্ট মুহাদ্দিস আলামা শামছুদ্দীন সাহেব, মাও.হা.হারুনুর রশীদ উজানীপাড়ী, মাও. আব্দুল হক্ব গবিন্দপুরী, মাও.খালিদ সাইফুলাহ, মাও. শিহাবুদ্দীন, মাও. আব্দুল লতিফ, মাও. শফিকুর রহমান, মাও. ক্বারী হারুনুর রশীদ চতুলী, মাও. ফজলুল করীম, মাও. আনিছুল হক্ব, মাও. বিলাল আহমদ, মাও.এনামুল হাসান, মাও. আব্দুল হামিদ মাখসুস, মাও. আব্দুলাহ, মাও. তৈয়্যিব আহমদ, মাও. হা. লুকমান আহমদ, মাও. ইলিয়াস আহমদ, মাও. ইসলাম উদ্দীন, মাও. আব্দুশ শাকুর, মাও. খলিলুর রহমান, মাও. হা. সিদ্দিক আহমদ, হা. জফর আহমদ, মাও.হা. নজির আহমদ, মাও. নজরুল ইসলাম প্রমুখ। সভায় ফুযালা পরিষদের সভাপতি আলামা শায়খে লক্ষীপুরী ফুযালাগণের ফরম জমা দেয়ার তারিখ আগামী ৩০ ডিসেম্বর ২০১৩ ইং পর্যন্ত বর্ধিত করার ঘোষনা প্রদান করেন।  


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়