Sunday, December 1

তফসিল ঘোষণার পরও সরকার আইন ভেঙে চলছে : ফখরুল

ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অজ্ঞাত স্থান থেকে গণমাধ্যমে বিবৃতিতে  বলেছেন,নির্বাচনের ‘তথাকথিত’ তফসিল ঘোষণার পরও সরকার সব আইন ভেঙে চলছে।

বিবৃতিতে তিনি বলেছেন, “আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের পুনর্গঠিত সরকার সম্পূর্ণ বেআইনি ও অসাংবিধানিকভাবে সরকার পরিচালনা করছে। এই সরকারের রাষ্ট্র শাসনের কোনো নৈতিক অধিকার নেই।

“সকল আইন ভঙ্গ করে করে তথাকথিত তফসিল ঘোষণা করে প্রধানমন্ত্রী ও মন্ত্রীবর্গ সকল সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার করে চলছে, নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করছে, চুক্তি স্বাক্ষর করছে।”

বিরোধী দলের মুখপাত্র ফখরুল ঘোষিত তফসিল স্থগিত করে সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের জন্য ইসির প্রতি আহ্বান জানিয়েছেন।

“অন্যথায় বাংলাদেশের মানুষ একতরফা পাতানো নির্বাচন মেনে নেবে না। আন্দোলনের মাধ্যমেই তাদের ভোটের অধিকার ও গণতান্ত্রিক অধিকার তারা আদায় করবে,” হুঁশিয়ারি দিয়েছেন তিনি।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়