Saturday, November 16

মহাসচিব পর্যায়ে কোনো সংলাপের প্রয়োজন নেই: ওবায়দুল কাদের

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কাছ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম কোনো ফোন পাননি বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর রমনা রেস্তোরায় এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। সর্বদলীয় সরকার সংবিধানবিরোধী নয় উল্লেখ করে তিনি বলেন, ‌‘বর্তমান ক্যাবিনেটই আগামীকাল বৈঠক করবে।’

সংলাপ হবে কী না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘একটু সময় লাগবে। এ পথে অন্তরায় সৃষ্টি হয় নি। সংলাপের উদ্যোগ তো আগেই নেয়া হয়েছে। সংলাপের বিষয়টি প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার পর্যায়ে চলে গেছে।’ সেখানে মহাসচিব পর্যায়ে কোনো সংলাপের প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, ‘মহাজোটের নেতৃত্বে সর্বদলীয় সরকার হবেনা। আমি মনে করি বিরেধী দলও সর্বদলীয় সরকারে যোগ দেবে।’

তিনি বলেন, ‘যোগাযোগ মন্ত্রণালয়ে আমি হয়তো থাকব না। কিন্তু এ মন্ত্রণালয়ে যে স্বচ্ছতার ধারা সৃষ্টি করেছি তা অব্যাহত থাকবে।’ মন্ত্রী তার মন্ত্রণালয়ে কাজের কথা স্মরণ করে বলেন, ‘আমি কাজের লোক, দীর্ঘদিন থেকে কাজ করে আসছি। এখন মন্ত্রী না থাকায় সে কাজ মিস করবো।’ মন্ত্রণালয়ের কারো সঙ্গে অসদাচরণ করলে তার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানের আজাদ মসজিদ প্রাঙ্গণে দলের ভাইস-চেয়ারম্যান বেগম রাজিয়া ফয়েজের জানাজায় অংশ নেয়ার পর সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘১০ নভেম্বরের পর থেকে এ পর্যন্ত সৈয়দ আশারফের মোবাইল ফোনে বেশ কয়েকবার চেষ্টা করেছি। কিন্তু তাদের পক্ষ থেকে সাড়া পাচ্ছি না।’---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়