আন্তর্জাতিক ডেস্ক: বর্ষণজনিত বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে সৌদি আরবের জনজীবন। এখন পর্যন্ত ১৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এদের অধিকাংশ সৌদি নাগরিক বলে জানা গেছে।
সৌদী আরবের বিভিন্ন নিচু এলাকা ভারি বর্ষণে তলিয়ে গেছে। বেশ কিছু এলাকায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থা খারাপ হওয়ায় বৃষ্টির পানি সরছে না। ফলে ডুবে গেছে রাস্তাঘাট, আন্ডার গ্রাউন্ডের বিভিন্ন স্থাপনা।
এদিকে বন্যা কবলিত এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে ৮ শতাধিক মানুষকে। সৌদি আবহাওয়া অফিস আগামী ৩ দিনের জন্য জরুরি অবস্থা জারি করেছে। বন্যার কারণে দুর্ভোগে পড়েছেন প্রবাসীরাও। যারা মারা গেছেন তাদের মধ্যে কোনো বাংলাদেশী আছেন কিনা তা জানা যায়নি।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়