ঢাকা : লেবাননের রাজধানী বৈরুতে ইরানি দূতাবাস লক্ষ্য করে চালানো বোমা হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে।
মঙ্গলবার এ হামলা হয়। নিহতদের মধ্যে লেবাননে নিযুক্ত ইরানি কালচারাল কাউন্সেলর ইব্রাহিম আনসারি রয়েছেন।এতে মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।
‘আবদুল্লাহ আজ্জাম ব্রিগেডস’ নামে পরিচিত লেবানন ভিত্তিক আল-কায়েদা সংশ্লিষ্ট একটি গ্রুপ হামলার দায় স্বীকার করেছে। দক্ষিণ বৈরুতের ইরানি মিশনে দুদফা আত্মঘাতী হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।
বৈরুতের দক্ষিণাংশে ইরানি দূতাবাসটি অবস্থিত। নিরাপত্তা নজরদারি ক্যামেরায় এক ব্যক্তিকে বিস্ফোরক বেল্ট পরে দূতাবাসের বাইরের দেয়ালের দিকে দৌড়ে যেতে দেখা যায়। এরপরই সে বোমার বিস্ফোরণ ঘটায়। আর দ্বিতীয়টি গাড়ি বোমা বিস্ফোরণ ছিল বলে জানান লেবাননের কর্মকর্তারা। বিস্ফোরণ দুটি ঘটে কয়েক মিনিটের ব্যবধানে।
টুইটারে এক বার্তায় ‘আবদুল্লাহ আজ্জাম ব্রিগেডস’ এর ধর্মীয় গাইড শেখ শিরাজেদ্দিন জুরাইকাত লেখেন, “এ দলটিই হামলা চালিয়েছে। লেবাননের দুই সুন্নি বীর এই আত্মত্যাগী অভিযান চালায়”।
লেবাননের শিয়া রাজনৈতিক দল ও বেসামরিক বাহিনী হিজবুল্লাহর প্রধান মদতদাতা ইরান। লেবাননের প্রতিবেশী সিরিয়ার গৃহযুদ্ধে দেশটির শিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ নিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করছে হিজবুল্লাহর গেরিলারা।
সিরিয়ার প্রধানত শিয়া-সুন্নি গৃহযুদ্ধের কারণে লেবাননের শিয়া-সুন্নি সাম্প্রদায়িক উত্তেজনাও তীব্র আকার ধারণ করেছে। দক্ষিণ বৈরুতের যে অংশে ইরানি দূতাবাসের অবস্থান তা হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত।
মঙ্গলবার এ হামলা হয়। নিহতদের মধ্যে লেবাননে নিযুক্ত ইরানি কালচারাল কাউন্সেলর ইব্রাহিম আনসারি রয়েছেন।এতে মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।
‘আবদুল্লাহ আজ্জাম ব্রিগেডস’ নামে পরিচিত লেবানন ভিত্তিক আল-কায়েদা সংশ্লিষ্ট একটি গ্রুপ হামলার দায় স্বীকার করেছে। দক্ষিণ বৈরুতের ইরানি মিশনে দুদফা আত্মঘাতী হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।
বৈরুতের দক্ষিণাংশে ইরানি দূতাবাসটি অবস্থিত। নিরাপত্তা নজরদারি ক্যামেরায় এক ব্যক্তিকে বিস্ফোরক বেল্ট পরে দূতাবাসের বাইরের দেয়ালের দিকে দৌড়ে যেতে দেখা যায়। এরপরই সে বোমার বিস্ফোরণ ঘটায়। আর দ্বিতীয়টি গাড়ি বোমা বিস্ফোরণ ছিল বলে জানান লেবাননের কর্মকর্তারা। বিস্ফোরণ দুটি ঘটে কয়েক মিনিটের ব্যবধানে।
টুইটারে এক বার্তায় ‘আবদুল্লাহ আজ্জাম ব্রিগেডস’ এর ধর্মীয় গাইড শেখ শিরাজেদ্দিন জুরাইকাত লেখেন, “এ দলটিই হামলা চালিয়েছে। লেবাননের দুই সুন্নি বীর এই আত্মত্যাগী অভিযান চালায়”।
লেবাননের শিয়া রাজনৈতিক দল ও বেসামরিক বাহিনী হিজবুল্লাহর প্রধান মদতদাতা ইরান। লেবাননের প্রতিবেশী সিরিয়ার গৃহযুদ্ধে দেশটির শিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ নিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করছে হিজবুল্লাহর গেরিলারা।
সিরিয়ার প্রধানত শিয়া-সুন্নি গৃহযুদ্ধের কারণে লেবাননের শিয়া-সুন্নি সাম্প্রদায়িক উত্তেজনাও তীব্র আকার ধারণ করেছে। দক্ষিণ বৈরুতের যে অংশে ইরানি দূতাবাসের অবস্থান তা হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়