Wednesday, November 13

টানা ৮৪ ঘন্টার হরতাল সফল করায় দেশবাসীকে অভিন্দন: খেলাফত মজলিস

ঢাকা : নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে ১৮ দলীয় জোট আহুত টানা ৮৪ ঘন্টার হরতাল সর্বাত্মকভাবে সফল করায় দেশবাসীকে আন্তরিক অভিন্দন জানিয়ে খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, সর্বাত্মক হরতাল পালনের মাধ্যমে জনগণ আবারো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। দেশের অধিকাংশ মানুষ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। কিন্তু আওয়ামীলীগ ক্ষমতা আঁড়কে থাকার জন্যে অধিপত্যবাদী শক্তির মদদে নীলনক্সার নির্বাচন করতে চায়। জনগণ জীবন দিয়ে হলেও আওয়ামীলীগের একতরফা নির্বাচন প্রতিহত করবে। 

টানা ৮৪ ঘন্টার হরতাল শেষে প্রদত্ত এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, হত্যা, জেল, জুলুম, নির্যাতনের চূড়ান্ত সীমায় গিয়েও ফ্যাসীবাদি সরকার ১৮ দলীয় জোটের যৌক্তিক ও শান্তিপূর্ণ  আন্দোলনকে রুখতে না পেরে, নৈতিকভাবে পরাস্ত হয়ে এখন অমানবিক কর্মকান্ড শুরু করেছে। সরকার ও সরকারী দলের এজেন্টরা অতীতের মত যাত্রীবাহী বাসে পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে মারার অপকৌশল আরোপ করে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। কিন্তু জনগণ বাকশালী অপকৌশলে কোনভাবেই বিভ্রান্ত হবে না। চূড়ান্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ৮৪ ঘন্টার হরতালে সরকারের পুলিশ ও দলীয় সশস্ত্র ক্যাডারদের হামলায় যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানান এবং গ্রেফতারকৃত ১৮ দলীয় জোটের সকল নেতা-কর্মীর আশু নি:শর্ত মুক্তি দাবী করেন।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়