বরিশাল : বরিশালে পুলিশ ও ছাত্রদল মধ্যে সংঘর্ষে অন্তত ৩জন আহত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর সদর রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা সকলে সকলে ছাত্রলীগের কর্মী নিশ্চিত হওয়া গেছে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৮ রাউন্ড শট গানের গুলি ছোড়ে এবং পারভেজ হাওলাদার নামে এক ছাত্রদল কর্মীকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতারের প্রতিবাদে বরিশালে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে মহানগর ছাত্রদল। মিছিলটি আগরপুর রোড়ের মুখে গিয়ে একটি রিক্সা ও একটি অটো ভাংচুর করলে পুলিশ বাঁধা দেয়। এসময় পুলিশকে লক্ষ করে ছাত্রদল নেতকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি রাখতে ৮ রাউন্ড গুলি ছোড়ে । এতে ছাত্রদলের তিনকর্মী আহত হয়। আটক করা হয় পারভেজ হাওলাদার নামে এক ছাত্র দল কর্মীকে। এ ঘটনায় আহতদের পরিচয় জানা যায়নি।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।---ডিনিউজ
খবর বিভাগঃ
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়