Monday, November 18

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে নিয়োগ পেলেন বাবলু

ঢাকা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে নিয়োগ পেলেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু। তিনি নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে ছয় মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর পাশাপাশি মন্ত্রী পদমর্যাদা পাচ্ছেন। 
 
সোমবার বিকালে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের সঙ্গে এই উপদেষ্টা নিয়োগের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। 

মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূইঞার সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, জিয়া উদ্দিন বাবলু মন্ত্রীর পদমর্যাদা ও অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, জিয়া উদ্দিন বাবলু নির্বাচিত সাংসদ না হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই অনুষ্ঠানেই তাকে নিজের উপদেষ্টা করার সিদ্ধান্ত জানান। 

ছাত্রজীবনে বাসদ ছাত্রলীগের নেতা বাবলু এরশাদ সরকারের আমলে জ্বালানি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সে সময় তিনি ছিলেন চট্টগ্রামের সাংসদ।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়