Tuesday, November 5

পদত্যাগের আলোচনা হলে জেনেভায় যোগ দেব না: সিরিয়া

ঢাকা : প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগের আলোচনা হলে জেনেভা দ্বিতীয় সম্মেলনে যোগ দেবে সিরিয়ার সরকার। এ কথা বলেছেন, সিরিয়ার তথ্যমন্ত্রী ওমরান আজ-জোবি।

তিনি বলেন, “সৌদি পররাষ্ট্রমন্ত্রী সৌদ আল-ফয়সালের ইচ্ছায় বিদেশি শক্তির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য আমরা জেনেভা সম্মেলনে যাব না।” ওমরান আজ-জোবির বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সানা এ খবর দিয়েছে। আজ-জোবি স্পষ্ট করে বলে দিয়েছেন, প্রেসিডেন্ট বাশার আসাদই থাকবেন দেশের প্রধান।

সিরিয়ার ভবিষ্যত সরকারে বাশার আসাদের কোনো ভূমিকা থাকবে না বলে সম্প্রতি সৌদি পররাষ্ট্রমন্ত্রী সৌদ আল-ফয়সাল যে বক্তব্য দিয়েছেন তার জবাবে আজ-জোবি এ কথা বললেন।

এর আগে, গত রোববার সিরিয়ার কথিত বিরোধী জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন বা এসএনসি’র প্রধান আহমাদ জাবরা মিশরের রাজধানী কায়রোয় আরব লীগের জরুরি বৈঠকে বলেছেন, বাশার আসাদের পদত্যাগের বিষয়ে সুস্পষ্ট সময়সীমা বেধে না দিলে তারা জেনেভা সম্মেলনে যোগ দেবেন না। তবে, সিরিয়ার সরকার এবং বিরোধী গোষ্ঠী যাতে জেনেভা সম্মেলনে অংশ নেয় সেজন্য রাশিয়া ও আমেরিকা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়