আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার রাতে রাজধানী প্রিটোরিয়া থেকে প্রায় একশ’ কিলোমিটার পূর্বে কাওয়াগাফনটিন শহরের কাছে একটি ট্রাকের সাথে বাসটির সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
দক্ষীণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের নিরাপত্তা বিভাগের মুখপাত্র জোসেফ মাবুজা এ খবর জানিয়েছেন। তবে এর আগে এ ঘটনায় ২৬ জন নিহত হওয়ার কথা জানানো হয়েছিল। এ দুর্ঘটনায় মারাত্মকভাবে আহতদের তিনজন হাসপাতালে মারা যান এবং অপর আটজনের অবস্থাও আশঙ্কাজনক।
মাবুজা জানান, বাসটি প্রিটোরিয়া থেকে যাওয়ার সময় ট্রাকের সাথে ধাক্কা লাগে। ট্রাকটি তার গতিপথ পরিবর্তন করে অন্য লেনে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। তিনি এএফপিকে জানান, ট্রাকটির চালক অপর একটি যানকে পাশ কাটাতে গিয়ে একই দিক থেকে আসা ওই বাসের সাথে ধাক্কা খায়। এ ঘটনায় আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়