Thursday, November 28

কানাইঘাটে বিকাশের মাধ্যমে লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র

নিজস্ব প্রতিবেদক:
 ম্যাডাম! আপনি বড় ভাগ্যবান গ্রামীনফোন কোম্পানির লটারীতে ১২ লক্ষ টাকা পেয়েছেন। ব্যাংকের আপনার একাউন্ট নাম্বার দেন। লটারীর টাকা পেতে হলে তাড়াতাড়ী ১ লক্ষ টাকা বিকাশ করুন। এমন প্রতারণার ফাঁদে ফেলে কানাইঘাটের এক সম্ভ্রান্ত পরিবারের দুই মহিলার কাছ থেকে বিকাশের মাধ্যমে ১ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। জানা যায়, উপজেলার বানীগ্রাম ইউ/পির উজানীপাড়া গ্রামের চল্লিশোর্ধ এক মহিলাকে প্রতারক চক্র গ্রামীণফোন কোম্পানীর নাম ব্যবহার করে ফোন করে বলে, আপনি লটারীতে ১২ লক্ষ টাকা পেয়েছেন। ১ লক্ষ টাকা বিকাশ করুন। সহজ সরল গ্রামের এই মহিলা তার মেয়েকে সাথে নিয়ে আজ বুধবার বিকেল ৩ টায় কানাইঘাট উত্তর বাজারের জাকি ট্রেডার্সের বিকাশ এজেন্টে এসে ছেলের কাছে ১লক্ষ টাকা পাঠানোর নামে ০১৭৮০২৫৫৭৩৭, ০১৭৮৫৯৩৪৬৬১, ০১৭৬৬৮৪০২০, ০১৭২২০০০৭০০ নাম্বারে ১ লক্ষ টাকা বিকাশ করেন। টাকা পাঠানোর পর বিকাশ এজেন্ট টাকা চাইলে প্রতারিত মহিলা বলেন, পুবালী ব্যাংক কানাইঘাট শাখায় তার একাউন্টে গ্রামীণফোন কোম্পানী লটারীর ১২ লক্ষ টাকা এখনি আসবে। অপেক্ষা করুন আমার ছেলে টাকা তুলতে গেছে। এক পর্যায়ে প্রতারণার মাধ্যমে এই মহিলার কাছ থেকে ১ লক্ষ টাকা হাতিয়ে নেয়া হয়েছে বিষয়টি সকলের কাছে ধরা পড়ে।  একাউন্ট নাম্বারে টাকা তুলতে গিয়ে টাকা না পেয়ে বিকাশ এজেন্ট মা মেয়েকে তাদের প্রতিষ্ঠানে আটকে রাখেন। এমন সংবাদ ছড়িয়ে পড়লে বাজারের উৎসুক জনতা সেখানে প্রচন্ড ভিড় জমান। এক পর্যায়ে মহিলার আত্মীয় স্বজনরা খবর পেয়ে এসে বিকাশ এজেন্টের ১ লক্ষ টাকা পরিশোধ করে তাদের সন্ধা ৭ টার দিকে ছাড়িয়ে নেন। সামাজিক লাজ লজ্জার ভয়ে প্রতারিত সম্ভ্রান্ত পরিবারের মা মেয়ে তাদের পরিচয় গোপন রাখেন। ১ লক্ষ টাকার বিনিময়ে ১২ লক্ষ টাকা লটারী পেয়েছেন এমন বিষয়টি তারা পরিবারের কাউকে জানায়নি। যার ফলে অধিক লাভের আশায় ১ লক্ষ টাকা হারান তারা। স্থানীয় লোকজন জানিয়েছেন দীর্ঘ দিন ধরে একটি প্রতারক চক্র গ্রামীণফোন কোম্পানীর লটারীর নামে সহজ সরল নারী পুরুষদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে এভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। সম্প্রতি কানাইঘাটে এ ধরণের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়