Saturday, November 16

শান্তি চান সাবেক সামরিক কর্মকর্তারা

সাবেক সামরিক কর্মকর্তারা সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে দেশে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাব এর কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে তারা এ আহ্বান জানান।
বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল ফখরুল আজমের নেতৃত্বে শনিবারের এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দুই প্রধান রাজনৈতিক নেত্রীকে দেশে সঙ্কট এড়াতে সমঝোতার পরামর্শও দেন সাবেক সামরিক কর্মকর্তারা।
দেশে অসংখ্য অমানবিক ঘটনা ঘটছে। চারদিকে হত্যা, গুম, খুন, জ্বালাও-পোড়াও চলছে উল্লেখ করে সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) ফখরুল আযম সংবাদ সম্মেলনে বলেন, "যেকোন মূল্যে দেশে শান্তি ফিরিয়ে আনতে হবে।"
তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, "আপনি কিছুদিন আগে এক জনসভার বলেছিলেন যে, শান্তির জন্য প্রয়োজনে আপনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবেন। আমরা আশা করি, আপনি আপনার কথা রাখবেন।"
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নিবার্চনের দাবিও জানান তিনি। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, সবার কাছে গ্রহণযোগ্য নিবার্চনের লক্ষ্যে আপনারা আপনাদের আন্দোলন থেকে সরে আসুন।
সচেতন মানুষ হিসেবে আমরা চুপ করে বসে থাকতে পারি না উল্লেখ করে ফখরুল আজম বলেন, “দেশের মানুষ এখন একটি শান্তিপূর্ণ নির্বাচন চায়; যদিও কোন প্রক্রিয়ায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে, তা নিয়ে দেশের বৃহৎ দুই রাজনৈতিক দল একমত হতে পারছে না।”
আরেকটি ১/১১ প্রত্যাশা করেন না জানিয়ে ফখরুল আজম বলেন, "দুই দলের সংলাপের মাধ্যমে শান্তিই আমাদের প্রত্যাশা।"
সংবাদ সম্মেলনে আরো ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ ও আব্দুর রশীদ, অবসরপ্রাপ্ত কর্নেল ইসহাক ও মোস্তফা কামাল প্রমুখ।--পরিবর্তন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়