ঢাকা: রাজধানীর আজিমপুর এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আজিমপুর বটতলা সরকারি স্টাফ কোয়ার্টারের ভেতরের রাস্তায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে লালবাগ থানার ওসি মো. নুরুল মোত্তাকিন জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ কাউকে আটকও করতে পারেনি।
ওসি বলেন, “কোয়ার্টারের বাসিন্দারা সন্দেহজনক কাউকে দেখেননি। আমরাও ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি।”কারা ককটেলগুলো বিস্ফোরণ ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়