ঢাকা : ‘আন্দোলন আর সংলাপ একসঙ্গে চলে না’, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
শনিবার বিকেলে গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিউনিয়ের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রীকে বার বার ফোন করেও পাননি। এখন যদি তার ন্যূনতম সম্মানবোধ থাকে তাহলে বেগম খালেদা জিয়াই প্রধানমন্ত্রীকে ফোন দেয়া উচিত।’
হানিফ সংলাপের দরজা খোলা রয়েছে উল্লেখ করে বলেন, ‘হরতাল প্রত্যাহার না করলে কোনো সংলাপ নয়।’
তিনি বলেন, ‘শুক্রবার রাজধানীর ঐতিহাসিক স্বাধীনতা চত্ত্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিরোধী দলের সমাবেশে যুদ্ধাপরাধীদের বাঁচাতে স্লোগান দিয়ে কলঙ্কিত করেছে। সমাবেশে যে ভাবে জামায়াত-শিবিরের উপস্থিতি লক্ষ করা গেছে তাতে একদিন বিএনপি নামক দলটি তাদের গর্ভে হারিয়ে যাবে।’
তিনি বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে অনুরোধ জানিয়ে বলেন, ‘বোমাবাজি, জ্বালাও, পোড়াও বন্ধ করুণ। আর যদি গাড়িতে আগুন দেন তাহলে নিজেদের গাড়িতে আগুন দেন। সাধারণ মানুষের গাড়িতে আগুণ দিলে নিজের গায়েও লাগবে।’
মাহবুব-উল আলম হানিফ যুবলীগসগহ সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের পাড়া মহল্লায় পাহাড়া দেয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘বিরোধী দল যদি জ্বালাও পোড়াও ভাঙচুর করে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
বর্ধিত সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।---ডিনিউজ
শনিবার বিকেলে গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিউনিয়ের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রীকে বার বার ফোন করেও পাননি। এখন যদি তার ন্যূনতম সম্মানবোধ থাকে তাহলে বেগম খালেদা জিয়াই প্রধানমন্ত্রীকে ফোন দেয়া উচিত।’
হানিফ সংলাপের দরজা খোলা রয়েছে উল্লেখ করে বলেন, ‘হরতাল প্রত্যাহার না করলে কোনো সংলাপ নয়।’
তিনি বলেন, ‘শুক্রবার রাজধানীর ঐতিহাসিক স্বাধীনতা চত্ত্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিরোধী দলের সমাবেশে যুদ্ধাপরাধীদের বাঁচাতে স্লোগান দিয়ে কলঙ্কিত করেছে। সমাবেশে যে ভাবে জামায়াত-শিবিরের উপস্থিতি লক্ষ করা গেছে তাতে একদিন বিএনপি নামক দলটি তাদের গর্ভে হারিয়ে যাবে।’
তিনি বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে অনুরোধ জানিয়ে বলেন, ‘বোমাবাজি, জ্বালাও, পোড়াও বন্ধ করুণ। আর যদি গাড়িতে আগুন দেন তাহলে নিজেদের গাড়িতে আগুন দেন। সাধারণ মানুষের গাড়িতে আগুণ দিলে নিজের গায়েও লাগবে।’
মাহবুব-উল আলম হানিফ যুবলীগসগহ সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের পাড়া মহল্লায় পাহাড়া দেয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘বিরোধী দল যদি জ্বালাও পোড়াও ভাঙচুর করে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
বর্ধিত সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়