ঢাকা : মালদ্বীপে প্রেসিডেন্ট পদে স্থগিত পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ নভেম্বর। দেশটির নির্বাচন কমিশন গতকাল এ ঘোষণা দিয়েছে। মালদ্বীপ পুলিশ নির্বাচন অনুষ্ঠান স্থগিত করে দেয়ার দু’দিন পর এ ঘোষণা এল।
২০১২ সালের ফেব্রুয়ারিতে সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদ নাশিদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশটিতে গোলযোগ লেগেই আছে। এ অবস্থার অবসানে দেশটিতে নির্বাচন হওয়া জরুরি বলে মনে করা হচ্ছে।
উল্লখ্য,গত ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন চলতি মাসের মাঝামাঝি সময়ে বাতিল করে দেয় মালদ্বীপের সুপ্রিম কোর্ট। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ওই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে ঘোষণা করলেও সর্বোচ্চ আদালত দাবি করে, নির্বাচনে কারচুপি হয়েছে। সুপ্রিম কোর্ট নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেয় এবং সে নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশন ১৯ অক্টোবরকে ভোটগ্রহণের নতুন তারিখ হিসেবে ঘোষণা করে। নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে পুলিশ তা স্থগিত করে দেয়।
৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদ নাশিদ সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন।
২০১২ সালের ফেব্রুয়ারিতে সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদ নাশিদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশটিতে গোলযোগ লেগেই আছে। এ অবস্থার অবসানে দেশটিতে নির্বাচন হওয়া জরুরি বলে মনে করা হচ্ছে।
উল্লখ্য,গত ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন চলতি মাসের মাঝামাঝি সময়ে বাতিল করে দেয় মালদ্বীপের সুপ্রিম কোর্ট। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ওই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে ঘোষণা করলেও সর্বোচ্চ আদালত দাবি করে, নির্বাচনে কারচুপি হয়েছে। সুপ্রিম কোর্ট নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেয় এবং সে নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশন ১৯ অক্টোবরকে ভোটগ্রহণের নতুন তারিখ হিসেবে ঘোষণা করে। নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে পুলিশ তা স্থগিত করে দেয়।
৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদ নাশিদ সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়