Saturday, October 5

মানুষের জন্য আ.লীগ আর লুটের জন্য বিএনপি : কৃষিমন্ত্রী


শেরপুর: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, মানুষের জন্য আওয়ামী লীগ, আর লুট করার জন্য বিএনপি। এই হলো দুই জনের মধ্যে পার্থক্য। তাই দেশে শান্তি চাইলে শেখ হাসিনার দরকার।  একজনের শিক্ষা ও গুনের কদর, আরেক জনের টাকার কদর। খালেদা জিয়া জনের জন্য কাঁদে না, ধনের জন্য কাঁদে। একজনে পুরস্কার আনে, আরেকজনে তিরস্কার আনে। আমরা তো টিআরের টাকায় কর্মীদের ইফতার খাওয়াই নি। 
কৃষিমন্ত্রী শনিবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাপাসিয়া স্কুলের শিক্ষার্থী ও বয়স্কদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আরো বলেন, খালেদা জিয়া তার নিজের ছেলেদের পড়াশুনা করায় নি। তাই সে চায় সারা বাংলাদেশের ছেলে মেয়েরা যাতে লেখপড়া না করে। এই তার মনোভাব।    
এ সময় শেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম উকিল, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা  উপস্থিত ছিলেন। --ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়